তুরাগ এ্যাক্টিভ ন্যাশনাল স্কোয়াশ প্রতিযোগিতায় সেনাবাহিনী সাফল্য
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
তুরাগ এ্যাক্টিভ ন্যাশনাল স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৩ এ বাংলাদেশ সেনাবাহিনী স্কোয়াশ দল সফলতার দেখা পেয়েছে।
গত ৫ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত তুরাগ এ্যাক্টিভ ৩য় ন্যাশনাল স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলায় সেনাবাহিনী স্কোয়াশ দলের খেলোয়াড় কর্পোরাল রনি দেবনাথ ৩-১ সেটে গুলশান ক্লাবের খেলোয়াড় মোঃ শহিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় ৯টি ক্লাবের ১৪৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে।
উল্লেখ্য যে, প্রতিযোগিতায় বিশেষ ক্রীড়া নৈপুণ্যের জন্য কর্পোরাল রনি দেবনাথ একই সাথে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে।
