ইমরানের দলের নির্বাচনে অংশ নিতে বাধা নেই - Southeast Asia Journal

ইমরানের দলের নির্বাচনে অংশ নিতে বাধা নেই

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার গত সোমবার দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

গত ৯ মে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও ভাঙচুরের জন্য ইমরান খান ও তাঁর দল পিটিআইয়ের নেতা-কর্মীদের দায়ী করা হয়। এ বিষয়ে আনোয়ারুল হক কাকার বলেন, সেদিন ‘দুর্বৃত্তরা’ ভাঙচুর চালিয়েছিল। ওই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে অপর এক সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র ও তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গি বলেন, তত্ত্বাবধায়ক সরকার দেশের সব কটি রাজনৈতিক দলের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। পিটিআই নিবন্ধিত একটি রাজনৈতিক দল। তাই নির্বাচনে অংশ নিতে দলটির সামনে কোনো বাধা নেই।

মুর্তজা সোলাঙ্গি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন বর্তমান সরকারের অগ্রাধিকার। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।