সীমান্ত থেকে সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ - Southeast Asia Journal

সীমান্ত থেকে সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের নওকুচি এলাকা থেকে চোরাইপথে আনা প্রায় সাড়ে ৩লক্ষ টাকার পণ্য জব্দ করেছে পুলিশ।

গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এসব পণ্য জব্দ করা হয়।

থানার সুথে জানা গেছে, গেপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মো. হাবিবুব রহমান হাবিব এর নেতৃত্বে একদল সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে কাংশা ইউনিয়নের নওকুচি এলাকার জৈনক সুফিয়ানের বাড়ী থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। জব্দকৃত ১১বস্তা ভারতীয় বিস্কুট, চকলেট ও চালের গুড়া ছিল। যাহার বর্তমান বাজার মূল্যে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের সহ পলাতক আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।