বান্দরবানে পাহাড় কাটায় ইটভাটা মালিকদের সাড়ে তিন লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি সংগ্রহের দায়ে ৪টি ইটভাটাকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি পাগলীরছড়া এলাকার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। গতকাল বুধবার বিএমডব্লিউ ব্রিকসের প্রোপাইটর মো. নুরুল আমিন ৮০ হাজার টাকা, ইউবিএম ব্রিকসের প্রোপাইটর মুজিবুল কবির চৌধুরী ৮০ হাজার টাকা, ফোর বিএমের প্রোপাইটর মো. খায়ের উদ্দিন মাস্টার ১ লাখ টাকা ও ওয়াই এমবি’র প্রোপাইটর শওকত ওসমান ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সূত্র জানায়, আসন্ন মৌসুমকে কেন্দ্র করে উপজেলার ফাইতং ইউনিয়নের বেশ কয়েকটি ইটভাটার মালিক অবৈধভাবে স্কেভেটর লাগিয়ে পাহাড় কেটে মাটি সংগ্রহ করছেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভুমি) নেতৃত্বে পুলিশ সদস্যরা পাগলীর ছাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পাহাড় কাটার দায়ে ৪ ইটভাটাকে জরিমানার আদেশ দেন ভ্রাম্যামান আদালতের বিচারক এস এম রাহাতুল ইসলাম।
লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ এর-খ ধারায় ইটের ভাটায় অবৈধভাবে পাহাড় কাটায় জরিমানা করা হয়েছে।