রাঙামাটিতে দুর্বৃত্ত কর্তৃক চুরি হওয়া হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরের ১৮ মাইল বাজার এলাকা হতে দুর্বৃত্ত কর্তৃক চুরি হওয়া মালামালসমূহ উদ্ধার এবং সংশ্লিষ্ট কোম্পানি প্রতিনিধির নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা।
আজ রবিবার (৮ অক্টোবর) সকালে উদ্ধারকৃত মালামাল সমূহ সংশ্লিষ্ট কোম্পানি প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর নানিয়ারচর জোন এসব মালামাল উদ্ধার করে।
জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর নানিয়ারচর জোনের আওতাধীন ১৮ মাইল বাজার এলাকায় সোর্স এন্ড সার্ভিস নামক একটি আইটি কোম্পানির ইলেকট্রনিক সামগ্রী (আইপিএস, ব্যাটারি, ইলেকট্রনিক্স ক্যাবল এবং টিভি) বহনকারী একটি ট্রাক খাগড়াছড়ি থেকে রাঙামাটি জেলা শহরে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে। এ সময় দুর্বৃত্ত কর্তৃক ড্রাইভার এবং হেলপারের নিকট থেকে ২টি মোবাইল ফোন, ১টি চাবি এবং ট্রাকে থাকা ৬টি আইপিএস ব্যাটারি ছিনিয়ে নেয়া হয়।
পরবর্তীতে, অভিযোগের প্রেক্ষিতে নানিয়ারচর জোন কর্তৃক ঘটনাস্থল এবং তার আশেপাশের এলাকা সমূহে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে গত ২৭ সেপ্টেম্বর দুর্বৃত্ত কর্তৃক ছিনতাইকৃত মালামালসমূহ (১টি মোবাইল ফোন, ১টি চাবি এবং ৬টি আইপিএস ব্যাটারি) উদ্ধার করা হয়।
নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্নেল এসএম রুবাইয়াত হোসাইন জানান, জনমানুষের সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় ইলেকট্রনিক্স কোম্পানির ছিনতাই হওয়া এ সকল মালামালগুলো উদ্ধার করতে সেনাবাহিনী সর্বাধিক প্রচেষ্টা চালায় এবং মালামালগুলো উদ্ধার করে সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়।