মানবিক সহায়তা নিয়ে দরিদ্রদের পাশে দাঁড়াল ৪০ বিজিবি - Southeast Asia Journal

মানবিক সহায়তা নিয়ে দরিদ্রদের পাশে দাঁড়াল ৪০ বিজিবি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় শতাধিক অসহায়, হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেছে ৪০ বিজিবি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গাস্থ খেদাছড়া ব্যাটালিয়ন (পলাশপুর জোন) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ এসব সহায়তা বিতরণ করেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে আত্মকর্মসংস্থানের জন্য তিন নারীকে সেলাই মেশিন, গৃহ নির্মাণের জন্য ২১ বান্ডিল ঢেউটিন, চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান, দুটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা ছাড়াও অসহায় বাবার মেয়ের বিয়ের উপহার সামগ্রী প্রদান করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্যাঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ভবিষ্যতেও বিজিবির এমন মানবিক কর্মকাণ্ডের ধারা অব্যাহত থাকবে।

এসময় পলাশপুর জোনের সহকারী পরিচালক মোহা. দেলোয়ার হোসাইনসহ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।