বান্দরবানে ফিরে আসা ৫৭ পরিবারকে সহায়তা দিল সেনাবাহিনী - Southeast Asia Journal

বান্দরবানে ফিরে আসা ৫৭ পরিবারকে সহায়তা দিল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ার পর এলাকায় ফিরে আসা ৫৭ পরিবারকে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

সোমবার দুপুরে রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে দুর্গম পাইক্ষ্যং পাড়া বান্দরবান সদর সেনা জোনের সদস্যরা এই সহায়তা দেন।

এ সময় সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, উপ-অধিনায়ক মেজর এএসএম মাহমুদুল হাসান, সেনাবাহিনীর চিকিৎসক ক্যাপ্টেন আসাদুল ইসলাম, শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্য ও বম সোশ্যাল কাউন্সিল সভাপতি লালজার বম, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহ্লা অং মারমাসহ অনেকে উপস্থিত ছিলেন।

পাইক্ষ্য পাড়ায় ৯৭ পরিবারের মধ্যে ৫৭ পরিবার এরা বিভিন্ন জায়গায় এতদিন পালিয়ে ছিল। কুকচিং ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সন্ত্রাসী তৎপরতার কারণে ওই পাড়াসহ আশপাশের ১০টির বেশি পাড়ার শতাধিক পরিবার সীমান্ত এলাকাসহ বিভিন্ন এলাকায় পালিয়ে যায়। দীর্ঘ ৮ মাস পর পালিয়ে যাওয়া ওই পরিবারগুলো এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাড়ায় ফিরতে শুরু করেছে।

সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, ফিরে আসা পরিবারগুলোকে চিকিৎসা সহায়তা, শিশুদের শিক্ষা সামগ্রী, খাদ্য সহায়তাসহ নানা সহায়তা দেয়া হবে।