খাগড়াছড়িতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
![]()
নিউজ ডেস্কঃ
পার্বত্য জেলা খাগড়াছড়িতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে (২৩ জুলাই) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন হতে একটি র্যালি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র্যালি ও আলোচনা সাভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সাভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ হাবিব উল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, সিভিল সার্জেন ডা. মো. ইদ্রীস মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীনসহ জেলার সারকারী প্রতিষ্ঠানে উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান , সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম।