ভারতে পাচারের সময় সীমান্তে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক - Southeast Asia Journal

ভারতে পাচারের সময় সীমান্তে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন নামে চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সে একই উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে চোরাকারবারিরা মাটিলা সীমান্ত দিয়ে স্বর্ণের বার নিয়ে পাচারের উদ্দেশে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবি-৭ সদস্যের একটি টহল দল ওঁত পেতে থাকে। চোরাকারবারিরা সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় একজন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও রিমন হোসেনকে আটক করে বিজিবি।

পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪ কেজি ৬৬৫ দশমিক ৫৪ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। আটক রিমনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।