গুইমারায় ইইউর অর্থায়নে দিনব্যাপী লিন’র কর্মশালা
![]()
নিউজ ডেস্কঃ
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে খাগড়াছড়ির গুইমারায় ইউনাইটেড পারপাস, হেলভেটাস বাংলাদেশ, গেইন ও আইডিএফ (কনসোর্টিয়াম)এর মাধ্যমে “লিন” প্রকল্পেরর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে গুইমারা প্রানি সম্পদ কার্যালয়ের হল রুমে অবহিতকরন কর্মশালাটিটি অনুষ্ঠিত হয়েছে।
হেলভেটাসের উপজেলা সহকারী কো- অর্ডিনেটর মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইসমাইল হোসেন। তিঁনি বলেন ,উদ্যোগটি বর্তমান সময়ের জন্য খুবই ভালো। এ কার্যক্রমটি বাস্তবায়িত হলে উপজেলা সেক্টর প্রতিনিধিদের মধ্যে সংযোগ বাড়বে এবং সকলে মিলে সমস্যা সমূহ সমাধানে সামর্থ্য হবে।
এছাড়া উপজেলা কো অর্ডিনেটর জয় মোহন চাকমা, এলএসপি, ব্যবসায়ী উপকরন বিক্রেতাগন, চাষি ও এসি আই কোম্পানীর প্রতিনিধি সহ প্রমূখ উপস্থিত ছিলেন।