রোহিঙ্গা সংকট সমাধানে মধ্যস্থতা করতে চায় জাপান
![]()
নিউজ ডেস্কঃ
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাপান। ঢাকা সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা কোনোর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে জাপানের পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ওই বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত না গেলে বিশ্বে অস্থিরতার সৃষ্টি হবে। অন্যদিকে জাপান বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশেই বিনিয়োগ করেছে। রোহিঙ্গা সংকট জিইয়ে থাকলে দুই দেশে করা জাপানের বিনিয়োগও হুমকির মুখে পড়বে। তাই দেশটি সার্বিক কল্যাণে এই সংকটের সমাধান চায়।’
ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাব দিয়েছেন যে, রোহিঙ্গা সংকট সমাধানে প্রয়োজনে তারা টোকিওতে দুই পক্ষের মধ্যে বৈঠকের আয়োজন করতে পারে। আমরা এই প্রস্তাবকে বিবেচনায় রেখেছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাইনি।’
দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর জাপানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জুন সাইতো এক সংবাদ সম্মেলনে বলেন, “এই পরিস্থিতি প্রলম্বিত হোক, তা আমরা চাই না। আমরা আশা করি, প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আসবে।”
রোহিঙ্গা সঙ্কটের অবসানে তার দেশের পররাষ্ট্রমন্ত্রী ভূমিকা রাখতে চান বলেও জানান সাইতো।
সোমবার (২৯ জুলাই) রাতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসেন। তিনি মঙ্গলবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী বুধবার (৩১ জুলাই) মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।#