অবৈধ পথে দেশে ফেরার সময় সাতক্ষীরা সীমান্তে ৪ বাংলাদেশী আটক - Southeast Asia Journal

অবৈধ পথে দেশে ফেরার সময় সাতক্ষীরা সীমান্তে ৪ বাংলাদেশী আটক

অবৈধ পথে দেশে ফেরার সময় সাতক্ষীরা সীমান্তে ৪ বাংলাদেশী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্তে চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।

আটকরা হলেন- সাতক্ষীরা শহরের ইটাগাছা ঘোষপাড়ার মৃত নির্মল কুমার সরকারের ছেলে মোহন কুমার সরকার, তার স্ত্রী অনামিকা সরকার, প্রকাশ দাসের স্ত্রী সুস্মিতা সরকার ও তাদের চার বছরের শিশুসন্তান আবীর দাস।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি সদরের নায়েক সুবেদার মো. জহিরুল ইসলাম জানান, ভোমরা ক্যাম্পের একটি টহলদল মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীদাড়ি সীমান্তে টহল দেওয়ার সময় অবৈধপথে ভারত থেকে দেশে ফেরার সময় চারজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানান, যে দোল উৎসব উপলক্ষ্যে তিন দিন আগে তারা ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তারা একই পরিবারের সদস্য।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আটক চারজনের নাম উল্লেখ করে পাসপোর্ট আইনের ১১(সি) ধারায় একটি মামলা করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।