মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ: বাংলাদেশে আশ্রয় নিলো সেনা কর্মকর্তাসহ ৩ জন - Southeast Asia Journal

মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ: বাংলাদেশে আশ্রয় নিলো সেনা কর্মকর্তাসহ ৩ জন

মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ: বাংলাদেশে আস্রয় নিলো সেনা কর্মকর্তাসহ ৩ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ দুই সদস্য আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্র করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি।

আজ শনিবার ভোর ৫টার দিকে এই তিন সদস্য সীমান্ত দিয়ে ঢুকে বাংলাদেশের অভ্যন্তরে লোকালয়ে এসে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা খবর দিলে বিজিবি তাদের নিরস্ত্র করেছে। তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মিয়ানমারে সে দেশের সেনাবাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে টিকতে না পেরে বর্ডার গার্ড পুলিশ বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

এ নিয়ে গত তিন সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বিজিপি ও তিন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এদের সবাইকে নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটালিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে।

শিগগিরই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র বলছে, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সবকয়টি সীমান্ত ক্যাম্প ইতোমধ্যে আরাকান আর্মি দখল করে নিয়েছে।

এ সংক্রান্ত ভিডিও: