গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গঠিত তদন্ত কমিটির খামার পরিদর্শন - Southeast Asia Journal

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গঠিত তদন্ত কমিটির খামার পরিদর্শন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

রাঙামাটি সরকারী হাঁস প্রজনন খামারের দুর্নীতির খবর বেসরকারী টিভি চ্যানেল ইনডিপেনডেন্ট টিভিতে প্রচারের পর গঠিত তদন্ত কমিটি সোমবার(৫ আগষ্ট) রাঙামাটিতে এসে খামার পরিদর্শন করেছেন এবং খামারের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছেন।

সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাঙামাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে বসে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের আঞ্চলিক হাঁস মুরগী খামারের উপ-পরিচালক জাকের উল্লাহ সবার সাথে কথা বলেন এবং গোপন লিখিত জবানবন্ধি গ্রহণ করেন।

এদিকে হাঁস খামারের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা লিখিত জবানবন্ধি দিয়েছেন। খামারের বিভিন্ন অনিয়মের ব্যাপারে তাঁরা লিখেছেন।

হাঁস ক্রেতা প্রতিময় চাকমা বলেন, তদন্তে আমি উপস্থিত ছিলাম। কাগজে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে। তা লিখে দিয়ে এসেছি। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্নীতির খবর টিভিতে প্রকাশ হওয়ায় বেশ ভাল হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই সরকারী ছুটির দিনে সকাল বেলা “রাঙামাটি হাস খামারে বেশী দামে হাঁস বিক্রি নিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনে অনুসন্ধানমুলক সংবাদ প্রচার হয়। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়। সংবাদ প্রচারের পর পরই অভিযুক্ত হাঁস খামারের হিসাব রক্ষক নজরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।