টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ - Southeast Asia Journal

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, ২টি অস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন নয়াবাজার এলাকার জলিল আহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন দিলু (৩০) ও উখিয়া কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত হায়দার শরীফের ছেলে নুরুল ইসলাম(২৭)।

সোমবার (৫ আগষ্ট) সকালে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, সোমবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের নাফ নদীর মোহনা দিয়ে একটি ইয়াবার চালান প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় বিজিবি। অবস্থান টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থল থেকে এ দুইজনের মৃতদেহসহ মাদক ও অস্ত্র উদ্ধার করে বিজিবি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।