আসামে পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ, গ্রেপ্তার ৩
![]()
নিউজ ডেস্ক
ভারতের আসামের কাছাড় জেলায় পৃথক দুটি অভিযানে হেরোইন ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। এসব অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) পার্থ প্রতিম দাস।
পুলিশ জানায়, রোববার প্রথম অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম–মেঘালয় সীমান্তের দিগরখাল চেকপোস্টে একটি যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ৮১টি প্যাকেটের ভেতর থেকে ১৬ হাজার ২০০টি বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গোলপাড়া জেলার বাসিন্দা দেবনাথ ডি সাংমা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, একই দিন কাছাড় জেলার জিরিঘাট বাগান রোড এলাকায় মাদক পাচারের তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান চালায় পুলিশ। অভিযানে জিরিঘাট থানাধীন জিরিঘাট টি-ই (শেখ বস্তি) এলাকার বাসিন্দা আলিমুদ্দিন শেখ (৩৬) ও আকাল আলী (৫৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে একটি সাবান কেস ও ১৪টি শিশি থেকে মোট ৫৭ দশমিক ৯৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যা ঘটনাস্থলে এনডিপিএস পরীক্ষাকিটে পজিটিভ হিসেবে শনাক্ত হয়।
এ সময় অভিযুক্তদের কাছ থেকে একটি স্কুটি (নিবন্ধন নম্বর: AS-11-AE-6824) এবং তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (এনডিপিএস অ্যাক্ট) অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, এর কয়েক দিন আগেই, গত ১৩ ডিসেম্বর কাছাড় জেলায় আরেকটি বড় অভিযানে প্রায় ৩ লাখ ১৯ হাজার বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ রুপি।
প্রসঙ্গত, সীমান্তবর্তী কাছাড় জেলায় মাদক ও চোরাচালান রোধে পুলিশ তাদের অভিযান ও নজরদারি আরও জোরদার করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।