প্রিমিয়ার ব্যাংক অস্ট্রেলিয়ান এডুকেশন ফেয়ার ২০১৯ অনুষ্ঠিত - Southeast Asia Journal

প্রিমিয়ার ব্যাংক অস্ট্রেলিয়ান এডুকেশন ফেয়ার ২০১৯ অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

দেশের অন্যতম বড় শিক্ষা মেলা ‘প্রিমিয়ার ব্যাংক অস্ট্রেলিয়ান এডুকেশন ফেয়ার-২০১৯’ ৪ আগস্ট লেকশোর হোটেল গুলশানে অনুষ্ঠিত হয়েছে।

এই মেলায় অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার ১৭টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা একই স্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়াসহ অন্যান্য তথ্য জানতে পারছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি শিক্ষা মেলার উদ্বোধন করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী, হায়ার এডুকেশন কনসালট্যান্সির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহেদা আহমেদ, অস্ট্রেলিয়ান এডুকেশন সার্ভিসের প্রতিষ্ঠাতা ও সিইও শুভাশিস চাকমা, প্রিমিয়ার ব্যাংকের ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন প্রধান মো. তারেক উদ্দিন, রিটেইল বিভাগের ভিপি রেজয়ান আহমেদ এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।