ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২ মাওবাদী নিহত

ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২ মাওবাদী নিহত

ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২ মাওবাদী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী গুলিতে অন্তত ১২ জন মাওবাদী নিহত হয়েছেন। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এনডিটিভি।

শুক্রবার একদল নিরাপত্তা কর্মী নকশাল বিরোধী অভিযানে নামে। এসময় গঙ্গালুর থানার পিদিয়া গ্রামের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ হয়।

মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘গঙ্গালুর এলাকায় গোলাগুলি বন্ধ হয়েছে। অভিযানে আমাদের নিরাপত্তাবাহিনী সফল। এখন পর্যন্ত ১২ জন মাওবাদীর লাশ উদ্ধার করা হয়েছে।’

তিনি এই অভিযানের জন্য নিরাপত্তা বাহিনী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিনন্দন জানান।

গত এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো মাওবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। ১৬ এপ্রিল কাঙ্কের জেলায় এনকাউন্টারে কমপক্ষে ২৯ জন মাওবাদী নিহত হয়। আর ৩০ এপ্রিল নারায়ণপুর ও কাঙ্কের জেলার সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আরেকটি সংঘর্ষে ১০ জন মাওবাদী নিহত হয়।

এছাড়াও রাজ্যের বস্তার অঞ্চলে পৃথক এনকাউন্টারে চলতি বছর এ পর্যন্ত ১০৩ জন মাওবাদী নিহত হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।