ঈশ্বরদীতে পুকুরে পাওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

ঈশ্বরদীতে পুকুরে পাওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

ঈশ্বরদীতে পুকুরে পাওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে উদ্ধার হওয়া গ্রেনেডটি তিনদিন পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। শুক্রবার (১০ মে) বিকেলে অবিস্ফোরিত গ্রেনেডটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

এতে নেতৃত্ব দেন বগুড়া সেনানিবাসের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান সহকারী লেফটেন্যান্ট তরিকুল ইসলাম।

এলাকাবাসী জানান, রেলওয়ের জমিতে খোকন নামে এক মাছ ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে উপজেলা সদরের এমএস কলোনির তিনতলা মাঠে পুকুর খননের কাজ করছেন। বুধবার শ্রমিকরা কাজ শেষ করে বিকালে চলে যান। সেই সময় তৃতীয় শ্রেণি পড়ুয়া স্বর্ণা বাড়ির পেছনে গিয়ে ওপরের অংশে লাল রঙের বস্তুটি খেলনা ভেবে বাড়িতে নিয়ে যায়। তার বাবা সুবাস কুমার দাস ওটা গ্রেনেড বুঝতে পেরে সেই জায়গায় রেখে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তারা স্থানটি ঘিরে রাখে। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী বিশেষ দলকে খবর দেওয়া হয়।

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা গ্রেনেডটি পরীক্ষা-নিরীক্ষা করেন। কিছুক্ষণ পর বিশেষ পদ্ধতিতে গ্রেনেডটি বিস্ফোরণ ঘটানো হয়।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এলাকাটি পাকবাহিনীর অধ্যুষিত ছিল। ওই সময় গ্রেনেডটি যে কোনোভাবে ঘটনাস্থলে অবিস্ফোরিত হয়ে মাটিচাপা পড়েছিল। মাটি খনন করায় সেটি বের হয়ে আসে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।