সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে দেশে আনা ৪টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি

সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে দেশে আনা ৪টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি

সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে দেশে আনা ৪টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে দেশে আনা ৪টি ভারতীয় গরু জব্দ করার হয়েছে।

রবিবার (১২ মে) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন চট্টগ্রাম জেলার ভুজপুর থানার আধারমানিক বিওপি ও নলুয়াটিলা বিওপিতে কর্মরত বিজিবি সদস্যরা এসব গরু জব্দ করে।

সূত্র জানায়, আজ দুপুর দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন আধারমানিক বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ সাহেরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভুজপুর থানার অন্তর্গত উত্তর আধারমানিক হতে মালিকবিহীন ১ টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।

সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে দেশে আনা ৪টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি

অপরদিকে, একইদিন দুপুর সোয়া ১টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন নলুয়াটিলা বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভুজপুর থানার অন্তর্গত ফেনী নদীর কুল হতে মালিকবিহীন ৩ টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব ভারতীয় গরুগুলো সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে যাতে কোন অসাধু চক্র ভারত থেকে অবৈধ পথে দেশে কোন গরু বা অবৈধ পণ্য নিয়ে আসতে না পারে সে ব্যাপারে বিজিবি তৎপর রয়েছে। বিজিবির এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে তিনি এ বিষয়ে সকলের সহায়তা কামনা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।