আদিবাসী ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল রাঙ্গামাটি - Southeast Asia Journal

আদিবাসী ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল রাঙ্গামাটি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়কে আদিবাসী দাবি করে পাহাড় অস্থিতিশীল ও দ্বিখন্ডিত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পার্বত্য জেলা রাঙ্গামাটি।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে সচেতন পার্বত্য বাসীর আয়োজনে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আদিবাসী ষড়যন্ত্রের অন্তরালে পাহাড় নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে অনুষ্ঠিত মহা সমাবেশে সচেতন পার্বত্যবাসীর আহ্বায়ক মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও বাঙ্গালী নেতা মোঃ হাবিবের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ।

এসময় ফিরোজা বেগম চিনু তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে, পাহাড়ের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কাছে এখানকার মানুষ আজ জিম্মি। জিম্মিদশা থেকে বাঁচতে হলে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে কোন আদিবাসী না থাকলেও পাহাড়ে অশান্তির জনক সন্তু লারমা আদিবাসী শব্দ ব্যবহার ও আদিবাসী দিবস পালনের মাধ্যমে সরাসরি সংবিধান লঙ্গন করেছেন। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা গ্রহনের দাবিও জানান তিনি।

তিনি বলেন, আঞ্চলিক রাজনৈতিক দলের ব্যানারের ছত্রছায়ায় থেকে পাহাড়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিনিয়ত সন্ত্রাস, চাঁদাবাজীর কারনে ব্যবসায়ী ও পেশাজীবি থেকে শুরু করে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। অবৈধ অস্ত্রের মাধ্যমে তারা পাহাড়ের আনাচে কানাচে সাধারণ মানুষকে প্রতিনিয়ত নীপিড়ন ও নির্যাতন চালাচ্ছে। তাদের বিরুদ্ধে আন্দোলন জোড়দার করতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি ব্যবসায়ী নেতা হাজী জহির আহম্মদ, আনোয়ার মিয়া বানু, আব্দুর শুক্কুর, পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু, যুবনেতা শহীদুল আলম স্বপন, বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নের্তৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্টি নামে পরিচিতি নির্ধারন করলে ও আজ তারা নিজেদের আদিবাসী দাবী করছে, যা সংবিধান লংঘনের অপরাধের সামিল। সরকারের গুরুত্বপূর্ণ চেয়ারে থেকে অনেকে নিজেদের আদিবাসী বলে পরিচয় দিচ্ছে তাদের অবিলম্বে অপসারন করতে সরকারের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

সমাবেশের আগে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে সন্ত্রাস বিরোধী মিছিল বের করা হয়। সন্ত্রাস বিরোধী এ বিক্ষোভে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নারী-পুরুষ যোগ দেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।