খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন - Southeast Asia Journal

খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে ভাষা, সংস্কৃতিক তথা জাতিসমূহের অস্তিত্ব সংরক্ষণের দাবিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে (৯ আগষ্ট) খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর বাজার হতে একটি র‍্যালি বের হয়ে হয়ে পানখাইয়া পাড়া মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে ভাষা, সংস্কৃতিক তথা জাতিসমূহের অস্তিত্ব সংরক্ষণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেএসএস (সংস্কার)’র সাংগঠনিক সম্পাদক ও মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস (সংস্কার)’র জেলা শাখার সাধারণ সম্পাদক সিন্দু কুমার চাকম।

এ সময় বক্তারা আদিবাসী মন্ত্রণালয় গঠন, জাতীয় আদিবাসী কমিশন গঠন, আদিবাসী ভাষা সংরক্ষণ, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি জানান । এছাড়াও পার্বত্য শান্তি চুক্তির যতাযথ বাস্তবায়নের দাবি জানান ।