খাগড়াছড়িতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু!
![]()
নিউজ ডেস্কঃ
পার্বত্য জেলা খাগড়াছড়িতে খাগড়াছড়িতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে জনি ত্রিপুরা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ভোররাতে (৯ আগষ্ট) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জনি ত্রিপুরা রামগড় ইউনিয়নের ছোটখেদা এলাকার সাবেক বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়কুমারের ছেলে। সে স্থানীয় চাঁদের গাড়ি চালক এবং ২ শিশু সন্তানের জনক।
এদিকে, খাগড়াছড়ি সদর হাসপাতাল, মানিকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ জন ছাড়িয়েছে। স্থানীয়দের মাঝে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়ন ময় ত্রিপুরা বলেন, গতকাল রাত ৮ টার দিকে গুরুত্বর অবস্থায় এক ম্যালেরিয়া রোগী ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।