কুমিল্লায় ৩৩ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ
নিউজ ডেস্ক
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুলসংখ্যক ভারতীয় বাজি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল রেলস্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় শশীদল বিওপির বিজিবির একটি দল সেখানে উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্র জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় কিং কোবরা বাজি ৮৪ হাজার, কালার কালেকশন বাজি ২ হাজার ৫৫টি, রয়েল বাজি ২০৪টি ও ৫-স্টার বাজি ১ হাজার। যার বাজারমূল্য মোট ৩৩ লাখ ৮ হাজার ৫০০ টাকা।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার শশীদল রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুলসংখ্যক ভারতীয় বাজি জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।