অবৈধভাবে সীমান্ত পাড়ির চেষ্টা: পশ্চিমবঙ্গে ২৬ বাংলাদেশি গ্রেফতার

অবৈধভাবে সীমান্ত পাড়ির চেষ্টা: পশ্চিমবঙ্গে ২৬ বাংলাদেশি গ্রেফতার

অবৈধভাবে সীমান্ত পাড়ির চেষ্টা: পশ্চিমবঙ্গে ২৬ বাংলাদেশি গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বৈধ কাগজপত্র ছাড়া ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় ২৬ জনকে আটক করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। আটকদের মধ্যে বেশ কয়েকজন নারী। পুলিশ জানিয়েছে, আটকরা বাংলাদেশের নাগরিক।

নির্বাচনের কারণে ভারত–বাংলাদেশ সীমান্তসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। দিন দুই আগে জাতীয় নির্বাচন কমিশন দেশজুড়ে আদর্শ নির্বাচন আচরণবিধি তুলে নেয়। এরপর থেকেই সীমান্ত এলাকায় শিথিলতা দেখা দিয়েছে বলে ধারণা করে অবৈধ কারবারিরা। আর সেই সুযোগকে কাজে লাগাতে চায় তারা।

এভাবেই শুক্রবার (৭ জুন) বিকালে এবং পরদিন শনিবার সকালে উত্তর ২৪ পরগনার বাগদা থানার রনঘাট সীমান্ত দিয়ে চোরাপথে দালালদের হাত ধরে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে একদল বাংলাদেশি নাগরিক। খবর পেয়ে বাগদা থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

এদিন মোট ২৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে ১৬ জন নারী এবং দুজন ভারতীয় দালালও রয়েছে। এই বাংলাদেশিরা একসময় চোরাপথেই ভারতে প্রবেশ করে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আটক নারীরা ভারতের বিভিন্ন রাজ্যে পরিচারিকার কাজ এবং পুরুষেরা দিনমজুরির কাজ করছিল। এতদিন বিভিন্ন জায়গায় নিজেদের পরিচয় গোপন করে কাজ করার পর এদিন দালাল মারফত তারা ফের চোরাপথে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু শেষপর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যায়।

তাদের শনিবার (৮ জুন) বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।