প্রতিপক্ষের গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর সন্ত্রাসী বরুন বিকাশ চাকমা নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৮ জুন) রাত ৯টার দিকে পানছড়ি উপজেলার লোগাং-এর হাতিমারা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, শনিবার রাত ৯টার দিকে ৩/৪ জন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়িতে ঢুকে গুলি করে বরুন বিকাশ চাকমাকে হত্যা করে। তিনি নিহত ব্যক্তিকে নিজেদের দলের সমর্থক দাবি করে এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ জেএসএসকে দায়ী করেছেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল আজম গুলিতে একজন নিহত হওয়ার কথা স্বীকার করলেও বিস্তারিত জানাতে পারেননি। তিনি বলেন, ঘটনাস্থল খুবই দুর্গম।