জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শিখা অর্নিবাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সকালে প্রথমে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

এরপর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন।

এরপরে সাভারে জাতীয় স্মৃতি সৌধে যান সেনাপ্রাধান। সেখানে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।