কুষ্টিয়ায় ক্রিস্টাল মেথ আইস ও কোকেনসহ ভারতীয় মালামাল উদ্ধার
নিউজ ডেস্ক
কুষ্টিয়ায় পৃথক অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথআইসসহ এক কেজি পরিমাণ কোকেন ও বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদের নির্দেশনায় সহকারী পরিচালক মো: জাকিরুল ইসলামের নেতৃত্বে এ অভিজান চালানু হয়।
জানা যায়, ওই ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার গোবিন্দপুর হাইওয়েতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাতক্ষীরা শ্যামনগর হতে সিরাজগঞ্জগামী ‘কাজী নির্জনা’ পরিবহন বাস তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় এক কেজি ক্রিষ্টাল মেথ আইস, ভারতীয় ৩২ পিস শাড়ি, ১৯২৫ পিস বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এবং ২ দশমিক ৫ কেজি কিসমিস উদ্ধার করে।
উদ্ধারকৃত ক্রিস্টাল আইস মেথড বাজার মুল্য পাঁচ কোটি টাকা এবং অন্য মালামালের মুল্য ১০ লাখ টাকা বলে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ জানিয়েছেন। এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।