ভারত শাসিত কাশ্মীরে গোলাগুলিতে ২ সেনা ও ৪ সন্ত্রাসী নিহত

ভারত শাসিত কাশ্মীরে গোলাগুলিতে ২ সেনা ও ৪ সন্ত্রাসী নিহত

ভারত শাসিত কাশ্মীরে গোলাগুলিতে ২ সেনা ও ৪ সন্ত্রাসী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের কুলগ্রাম জেলায় ভারতীয় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই সেনা ও চারজন সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কুলগ্রাম জেলার পৃথক দুটি জায়গায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় মোদেরগাম গ্রামে একটি বাড়িকে লক্ষ্য করে সিআরপিএফ, সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশের যৌথ বাহিনী অভিযান শুরু করলে পাল্টা গুলি করতে শুরু করে সন্ত্রাসীরা। তখন এক সেনা আহত হন। চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান।

এ ছাড়া কুলগ্রামের ফ্রিসাল এলাকায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের পর চারজন সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় এক সেনা নিহত ও আরেকজন আহত হয়েছেন। ওই এলাকায় এখনো দুই সন্ত্রাসী লুকিয়ে আছেন বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী।

সম্প্রতি দক্ষিণ কাশ্মীরে হঠাৎ করেই সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে বলে অভিযোগ স্থানীয় কর্মকর্তাদের। কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরের একাধিক জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটছে। গত মাসে দোদা জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ সন্ত্রাসী নিহত হন।

গত মাসেও একাধিক হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরে। নরেন্দ্র মোদির নতুন সরকার শপথ গ্রহণের দিনেও হামলা হয়েছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।