ভারতের জম্মু-কাশ্মীরে ফের সেনাদের কনভয়ে অতর্কিত হামলা, নিহত ৫
 
                 
নিউজ ডেস্ক
জম্মু-কাশ্মীরের কাথুয়া জেলার দুর্গম মাচেদি এলাকায় সোমবার (৮ জুলাই) ভারতীয় সামরিক বাহিনীর কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে ছয়জন।
খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর ওই কনভয় মাচেদি-কিন্দলি-মালহার রোডে নিয়মিত টহলে মোতায়েন ছিল। সেইসময় হামলার শিকার হয়েছে। আহত সেনাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
দেশটির কর্মকর্তারা বলেছেন, প্রাথমিক হামলার পর সন্ত্রাসীরা সেনাদের কনভয়ে বোমা ছোড়ে এবং গুলি চালায়। এরপর সেনারা পাল্টা হামলা শুরু করলে সন্ত্রাসীরা পাশের বনে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী বলেছেন, শুধু ফাঁকা আওয়াজ বা বুলি নয়, চলমান সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে।
গত ৪৮ ঘণ্টায় জম্মু কাশ্মীরে দ্বিতীয়বারের মতো দেশটির সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা ঘটলো।
