রাঙ্গামাটিতে যৌথবাহিনীর পৃথক অভিযানে ২ উপজাতি চাঁদাবাজ আটক - Southeast Asia Journal

রাঙ্গামাটিতে যৌথবাহিনীর পৃথক অভিযানে ২ উপজাতি চাঁদাবাজ আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালীতে পৃথক অভিযান চালিয়ে প্রসীত পন্থি ইউপিডিএফের ২ চাঁদাবাজকে আটক করেছে যৌথবাহিনী।

শনি (১৭ আগষ্ট) ও রবিবার (১৮ আগষ্ট) পৃথক অভিযানে দূর্গম বটতলী পুরাতন পোয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, শনিবার (১৭ আগস্ট) রাত ৩টার দিকে ইউপিডিএফ কাশখালী ইউনিটের কালেক্টর হ্লাগ্যা মারমা(৩৫) চাঁদার টাকা নিয়ে সিএনজি যোগে রাঙ্গামাটি যাওয়ার সময় কাশখালী এলাকায় অভিযান চালিয়ে সিএনজিসহ তাকে আটক করে যৌথবাহিনী। এ সময় তার কাছে নগদ ৫১ হাজার ৮শত ৭ টাকা ও বিভিন্ন মডেলের ৩টি মোবাইল সেট উদ্ধার করে। আটককৃত হ্লাগ্যা মারমা উপজেলার বেতবুনিয়া চৌধুরী পাড়া গ্রামের ক্যাজাইলা মারমার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ কাউখালীর ঘাগড়া ইউনিয়নের কাশখালী, নাভাঙ্গা, নাকশাছড়ি বটতলী পাড়াসহ আশপাশের এলাকায় ইউপিডিএফ’র কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছে বলে স্বীকার করেছে।

হ্লাগ্যা জানায়, উত্তোলিত চাঁদার টাকা নিয়ে সে রাঙ্গামাটি যাচ্ছিলো। কাউখালী ইউনিটের কালেক্টরের দায়িত্বে থাকা ইউপিডিএফ নেতা প্রত্যাশা চাকমার কাছে রাঙ্গামাটি কার্যালয়ে এ টাকা পৌঁছানোর কথা ছিলো বলেও সে জানায়। ঐ নেতার বাড়ি রাঙ্গামাটি জেলার নানিয়ার চর উপজেলায় বলে জানা গেছে।

এদিকে একই অভিযোগে শনিবার রাতে পুরাতন পোয়াপাড়া থেকে ঐ এলাকার কালেক্টরের দায়িত্বে থাকা ভালুরাম চাকমার ছেলে প্রশিক্ষণ চাকমা (৩৯)কে নগদ টাকাসহ আটক করে যৌথবাহিনী। আটক প্রশিক্ষণের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি শহিদ উল্লাহ।

তিনি জানান, হ্লাগ্যা মারমা দীর্ঘদিন যাবৎ এ এলাকায় চাঁদা উত্তোলনের দায়িত্বে ছিলো বলে জানিয়েছে এবং চাঁদার টাকা ইউপিডিএফ’র রাঙ্গামাটি দপ্তরে নিয়ে যাচ্ছিলো।