যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করুন: প্রধানমন্ত্রী

যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করুন: প্রধানমন্ত্রী

যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করুন: প্রধানমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলার জন্য ট্রেনিং করিয়ে উপযুক্ত করে গড়ে তোলাটা সব থেকে বেশি দরকার। সে জন্য বিকেএসপি আগে ঢাকায় ছিল এখন প্রতিটি বিভাগে একটি করে করা হচ্ছে। যেখানে সাঁতার, আরচারি থেকে শুরু করে ভারোত্তোলন, ফুটবল, ক্রিকেট, হকি, গলফ, শ্যুটিং, দাবা, অ্যাথলেটিক্স, ভলিবল সব ধরনের খেলাধুলার যাতে একটা সুযোগ হয়, ট্রেনিং হয়। তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা যাতে ট্রেনিং পায় এবং আন্তর্জাতিক মানে যেন আমাদের খেলোয়াড়রা পারদর্শী হয়ে ওঠে সে দিকে লক্ষ রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।

প্রধানমন্ত্রী গতকাল বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করুন: প্রধানমন্ত্রী

ফাইনালে ইসলামী ব্যাংক ২-০ গোলের ব্যবধানে স্ট্যান্ডার্ড ব্যাংককে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। তিনি বলেন, যখনই আমি সরকারে এসেছি তখন থেকেই আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন খেলাধুলার ক্ষেত্রে আরো এগিয়ে যায়। ছেলেমেয়েরা এর প্রতি আরো বেশি মনোযোগী হয়। কারণ এটি যেমন সবাইকে সুস্বাস্থ্যের অধিকারী করবে পাশাপাশি এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে এবং নিজেকে আরো উন্নত করার চেতনা জাগ্রত হবে।

সারা দেশে খেলাধুলার বিকাশ ও চর্চায় প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন বসে না থাকে। আর ছোটবেলা থেকে যদি চর্চা না হয় তাহলে কী করে উঠে আসবে? পরে প্রধানমন্ত্রী ফাইনালে বিজয়ী ও বিজিতদের ট্রফি ও পুরস্কারের অর্থের চেক তুলে দেন এবং খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বক্তৃতা করেন। বাংলাদেশ অ্যাসোসিয়শন অব ব্যাংকার্সের (বিএবি) চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার স্বাগত বক্তৃতা করেন।

যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করুন: প্রধানমন্ত্রী

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনূর্ধ্ব ১৯ পর্যায়ে ছেলেমেয়ে উভয় ক্ষেত্রে জাতীয় দল এখন ভালো করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আস্তে আস্তে ট্রেনিংয়ের মধ্য দিয়ে যখন উঠে আসবে তখন আমরাও পারব আন্তর্জাতিক পর্যায়ে আমাদের নৈপুণ্য দেখাতে।
তিনি বাংলাদেশ আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন বিএবি এ ধরনের আরো খেলা এবং নতুন নতুন টুর্নামেন্টের আয়োজন করবে এবং এই খেলাধুলা যাতে সমগ্র বাংলাদেশে প্রসারিত হয় সে ব্যবস্থা নেবেন। আমরা চাই খেলাধুলাসহ সবদিক থেকে আমাদের দেশ এগিয়ে যাক। তিনি বলেন, খেলাধুলা, সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা এগুলো পৃষ্ঠপোষকতা ছাড়া কখনো হয় না। আর এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে ফুটবলে একটি নতুন যুগের সূচনা হলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।