ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা দেখতে ত্রিপুরা সফর বিএসএফ ডিজির

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা দেখতে ত্রিপুরা সফর বিএসএফ ডিজির

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা দেখতে ত্রিপুরা সফল বিএসএফ ডিজির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা দেখতে রাজ্যের বিভিন্ন সীমান্ত পরিদর্শন ও সীমান্তরক্ষী বাহিনীর সাথে বৈঠক করতে ত্রিপুরা সফর করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী।
গতকাল বুধবার (৭ আগষ্ট) একদিনের সফরে ত্রিপুরায় আসেন তিনি।

সকাল পোনে ১১টায় তিনি আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে আইজি এস প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস অভ্যর্থনা জানান।

এদিন ত্রিপুরার শালবাগানস্থ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে এডিজি রবি গান্ধীর সাথে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন আলোচনা করেন।

দলজিৎ সিং চৌধুরী রাজ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। পাশাপাশি, বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং নিরাপত্তা নিয়েও আলোচনা করেন। এদিন তিনি বিএসএফ-এর অক্লান্ত প্রচেষ্টায় ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধের প্রশংসা করেন।

পরে তিনি রাজ্যের বিভিন্ন বিষয়ে ডিজি ত্রিপুরা পুলিশ অমিতাভ রঞ্জন ও অনুরাগ ধনকার সাথে বৈঠক করেন। সন্ধ্যায় তিনি দিল্লির উদ্দেশে ত্রিপুরা ত্যাগ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।