ভারতের ফার্মাসিউটিক্যালস কারখানায় বিস্ফোরণে নিহত ১৭
নিউজ ডেস্ক
ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে একটি ফার্মাসিউটিক্যালস উৎপাদন কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বুধবার ( ২১ আগস্ট) এ ঘটনা ঘটে। একজন জেলা সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
জেলা পুলিশ সুপার দীপিকা পাটিল রয়টার্সকে জানান, ‘এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৭ কিন্তু এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এ ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।’
জেলা কালেক্টর বিজয়া কৃষ্ণানের মতে, রাজ্যের আনাকাপল্লি জেলার এসসেন্টিয়া অ্যাডভান্সড সায়েন্স কারখানাটির ৪০ একর উৎপাদন ইউনিটে আগুন লাগে। ইউনিটে আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান।
আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাসায়নিক চুল্লিতে বিস্ফোরণটি ঘটেছে। এসসেন্টিয়া এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। তবে রাজ্য সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
দীপিকা পাটিল আরও জানান, বিস্ফোরণটি চুল্লির আশেপাশে ঘটেছে, তবে চুল্লিতে নয়। বিস্ফোরণের উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
এদিকে ইন্ডিয়া টু ডে এর খবরে বলা হয়েছে, কারখানাটিতে দুই শিফটে ৩৮১ জন কর্মচারী কাজ করে। দুপুরের খাবারের সময় বিস্ফোরণটি ঘটে। এ সময় কর্মীদের উপস্থিতি কম ছিল। আনাকাপল্লি জেলা কালেক্টর বিজয়া কৃষ্ণানকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে।
এদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।