খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
আজ রবিবার (২৫ আগস্ট ) দুপুরে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের অভিযানে আটকৃকত ওই সন্ত্রাসীর নাম দয়া প্রশণ ত্রিপুরা (৩৭)।
আটককৃত দয়া প্রশণ ত্রিপুরা সিন্দুকছড়ির তৈকর্মা এলাকার পঞ্চ কুমার ত্রিপুরার ছেলে বলে জানা গেছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ তৈকর্মা নামক এলাকায় ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারী এর নেতৃত্বে একটি টহল দল অপারেশন পরিচালনা করে ইউপিডিএফ (মূল) দলের দয়া প্রশণ ত্রিপুরা (৩৭)কে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।
এসময় তাঁর নিকট হতে ১টি দেশীয় শর্টগান, ২ রাউন্ড এ্যামোনিশন, ৩টি মোবাইল, ১টি মোটর সাইকেল, ১টি দা, ১টি চাঁদা আদায়ের রশিদ বইই, ১টি ইউপিডিএফ (মূল) দলের ইউনিফর্মের টুপি পাওয়া যায়।
সেনাবাহিনী জানিয়েছে, আটকের পর প্রয়োজনীয় কার্যক্রম শেষে আটককৃত দয়া প্রশণ ত্রিপুরাকে গুইমারা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, সন্ত্রাসী দয়া প্রশণ ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিকে অতিসত্বর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।