ফেনীতে সেনাবাহিনীর আট মেডিকেল টিম, যোগাযোগ করবেন যে নম্বরে
নিউজ ডেস্ক
বন্যা পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। এ সময় সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপ ছয়টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে নোয়াখালী পুলিশ লাইন, নোয়াখালী, বেগমগঞ্জ ও বকশীগঞ্জ এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
হেলিকপ্টারের মাধ্যমে চারজন মুমূর্ষু রোগীকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর ও ১৩ জন ব্যক্তিকে দুর্যোগপূর্ণ এলাকা হতে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ১৮৪০ কেজি ত্রাণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
বর্তমানে সেনাবাহিনীর তিনটি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিকেল টিম বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা দিতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এর মধ্যে ফেনী জেলায় বন্যা কবলিত জনসাধারণকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সেনাবাহিনীর আটটি মেডিকেল টিম কাজ করছে। শুধু ফেনী জেলায় দ্রুত চিকিৎসা সেবা পেতে ০১৫৫৭৭০৩৫৬৬, ০১৩২৯৭৬৮০৬৬, ০১৪০৭০৯৫০৩৬ ফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে। – আইএসপিআর
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।