সাতক্ষীরায় ৫ কোটি টাকার আইসসহ ভারতীয় মালামাল উদ্ধার

সাতক্ষীরায় ৫ কোটি টাকার আইসসহ ভারতীয় মালামাল উদ্ধার

সাতক্ষীরায় ৫ কোটি টাকার আইসসহ ভারতীয় মালামাল উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাতক্ষীরা শ্যামনগরের পার্শ্ববর্তী কালিগঞ্জ সীমান্তে ক্রিস্টাল আইসসহ নানা ধরনের ভারতীয় মালামাল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।

এর আগে বুধবার (২৮ আগস্ট) দিনগত রাতে শ্যামনগরের কালিগঞ্জে সীমান্ত থেকে এসব মালামাল উদ্ধার করেন নীলডুমুর ব্যাটালিয়নের সদস্যরা। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান জানান, গোপন তথ্যে জানা যায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মালামাল আসছে। এরপর বুধবার গভীর রাতে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সদস্যরা শ্যামনগর কালিগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানের সঙ্গে জড়িতরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ক্রিস্টাল মেথ আইস, ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ২০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট, ছয়টি ভারতীয় শাড়ি, ১৩ জোড়া শাখা, ১২ পিস সিঁদুর ও ১০০টি ইমিটেশনের চেইন পাওয়া যায়।

ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, আটক মালামালের আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি এক লাখ সাত হাজার টাকা হতে পারে। পরে জব্দ এসব মালামাল শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।