ভারতের উত্তরাখণ্ডে গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত!
নিউজ ডেস্ক
ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথে মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ল একটি গোয়েন্দা হেলিকপ্টার। এটি আগেই বিকল হয়ে গিয়েছিল। এ কারণে এয়ারলিফট করে ফিরিয়ে নিয়ে আসছিল উদ্ধারকারী আরেকটি হেলিকপ্টার। ওই সময় গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শনিবার সকালে কেদারনাথ ধামে অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে গিয়েছিল হেলিকপ্টারটি। সেটিকে এয়ারলিফট করে ফিরিয়ে আনছিল উদ্ধারকারী এমআই-১৭ চপার। এর সঙ্গে চেইন দিয়ে বেঁধে নিয়ে আসা হচ্ছিল।
সেই সময়ই মান্দাকানি নদীর কাছে মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ে ওই হেলিকপ্টার। এর আগে ভারসাম্য হারিয়ে ফেলে উদ্ধারকারী এমআই-১৭ চপার। এরপর একটি নিরাপদ জায়গায় ফেলে দিতে বাধ্য হন পাইলট। যদিও এখন পর্যন্ত দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার শিকার হওয়া হেলিকপ্টারটি একটি বেসরকারি সংস্থার বলে জানা যায়। এরই মধ্যে বিধ্বস্ত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, সম্প্রতি উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতির কারণে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা বন্ধ ছিল। সে ক্ষেত্রে তীর্থযাত্রীদের একটি বড় অংশ চলতি মাসে কেদারনাথ ধামে পৌঁছানোর জন্য হেলিকপ্টারকেই বেছে নিয়েছেন। এমন একটি আবহে শনিবার মাঝ আকাশ থেকে বিকল হয়ে যাওয়া হেলিকপ্টার ছিঁড়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃষ্টির কারণে সম্প্রতি কেদারনাথ যাত্রার পথে একাধিক জায়গায় ধসও নেমেছিল। তার জেরে গৌরীকুণ্ড ও কেদারনাথের মাঝে বহু তীর্থযাত্রী আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার অভিযানে নেমেছিল বিমানবাহিনীর চপার এমআই-১৭ এবং চিনুক।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।