পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব রিপন চাকমা।

সোমবার (০২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে ৬ যুগ্মসচিবকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

এদিকে, রিপন চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান করায় খোদ পাহাড়ের বাসিন্দারাই উদ্বেগ প্রকাশ করেছেন। ফেসবুকে এসব নিয়ে অনেককেই পোষ্ট ও মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা

এইচ এম প্রফুল্ল নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এই জন্যই কি বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছিল? প্রাণ দিয়েছেন হাজারো ছাত্র-জনতা? রিপন চাকমা, অনেক বছর যাবৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে দাপটের সাথে কাজ করছিলেন। ছাত্র-জনতার অভ্যূত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি সমর্থিত অফিসারদের তোপের মুখে ছিলেন রিপন চাকমা। এ কারণে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করতে পারছিলেন না। হঠাৎ করে রিপন চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে বর্তমান ভাইস-চেয়ারম্যানকে বদলী করা হয়েছে। জানা যাচ্ছে,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবেও একই সম্প্রদায়ের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে নিয়োগ দেয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে,এই জন্যই কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল। হাজারো ছাত্র-জনতা প্রাণ দিয়েছিলেন?’

তার এ পোষ্টের নীচে মন্তব্যের ঘরে ৩৫ জন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন। এদের মধ্যে প্রায় সবাই রিপন চাকমার বিষয় নিয়ে ক্ষোভ জানিয়েছেন। কেউ কেউ আবার এ নিয়ে আন্দোলনে নামার কথা বলছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed