সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম কর্ম দিবস পালন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম কর্ম দিবস পালন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম কর্ম দিবস পালন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে প্রথম কর্ম দিবস পালন করেছেন।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তাকে স্বাগত জানান।

পুষ্পস্তবক অর্পণের পর মাননীয় প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইতে তাঁর মন্তব্যসহ স্বাক্ষর করেন।

শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর নিজ কার্যালয়ে প্রথম কর্ম দিবস পালন করেন।

প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে আগমন করলে তাঁকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মহাপরিচালকবৃন্দ।

এরপর সেনা, নৌ, ও বিমান বাহিনী প্রধানগণ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ

সময়ে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *