আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি বাহিনী ও আফগান সেনাদের সংঘর্ষে নিহত ৮

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি বাহিনী ও আফগান সেনাদের সংঘর্ষে নিহত ৮

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি বাহিনী ও আফগান সেনাদের সংঘর্ষে নিহত ৮
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার কাছে আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও আফগান সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন ‘প্রধান কমান্ডার’সহ ৮ আফগান সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৬ জন।

সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গেল শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের পালোসিন এলাকায় আফগান সেনারা ভারী অস্ত্র নিয়ে একটি পাকিস্তানি চেকপোস্টে হামলা চালায়।

সূত্র আরও জানায়, আফগানিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাকিস্তানি বাহিনীর পাল্টা গুলিতে এখন পর্যন্ত আট আফগান সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৬ জন।

নিহতদের মধ্যে খলিল এবং জান মুহাম্মদ নামে দুজন ‘প্রধান কমান্ডার’ রয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

তবে এ সংঘর্ষের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।