মিয়ানমারে ট্যুরিস্ট হাবে বন্যায় ৩০ জনের মৃত্যু

মিয়ানমারে ট্যুরিস্ট হাবে বন্যায় ৩০ জনের মৃত্যু

মিয়ানমারে ট্যুরিস্ট হাবে বন্যায় ৩০ জনের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমানের একটি ট্যুরিস্ট হাবে বন্যার পানির ঢলে ৩০ জন মারা গেছেন। এছাড়া অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এলাকাটি তলিয়ে গেলে ৩০ জন মারা যান।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানায়।

খবরে বলা হয়, মিয়ানমারের দক্ষিণাঞ্চীয় প্রদেশ শানের ট্যুরিস্ট হাব বলে পরিচিত কালাও শহরে পাহাড়ি ঢল নেমে এলে ৩০ জন মারা যান এবং অনেকেই নিখোঁজ হয়ে যান। উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা পানিবন্দিদের সহযোগিতায় কাজ করে যাচ্ছেন।

বুধবার রেডক্রস সোসাইটির এক উদ্ধারকর্মী বলেন, আমরা আজ ১৩টি মরদেহ উদ্ধার করেছি। অন্যান্য উদ্ধারকর্মীরা আরো মরদেহ উদ্ধার কাজ করছেন এবং আহত ও অসুস্থদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন।

জানা যায়, ১০ সেপ্টেম্বর কালাও শহরের কাছাকাছি পাহাড়ে ব্যাপক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে শহরে ঢল নামে এবং তলিয়ে যেতে থাকে। কিন্তু মঙ্গলবার ব্যাপক আকারে পাহাড়ি ঢল নেমে এলে কালাও শহরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এতে করে ২শ ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং হোটেল ও সুভেনির দোকানসহ আরো ৬শটি ভবনের ক্ষতি হয়।

স্থানীয়রা জানিয়েছেন, ১৯৯৩ সালের পর মিয়ানমারে আর এত ব্যাপক বন্যার ঘটনা ঘটেনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।