খাগড়াছড়ি ও চট্টগ্রামের ১০টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা দিবে বিজিবির রামগড় ব্যাটালিয়ন

নিউজ ডেস্ক
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ১০টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের।
আজ সোমবার (৭ অক্টোবর) সকাল থেকে পূজা পরবর্তী সময় পর্যন্ত রামগড় ও ফটিকছড়ির বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়নের সর্বমোট ১০টি পূজা মন্ডপে এ দায়িত্ব পালন করবে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
জানা গেছে, শারদীয় দূর্গা পূজা-২০২৪ উপলক্ষে পূজা চলাকালীন সময়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
এপ্রেক্ষিতে, রামগড় ব্যাটালিয়ন কর্তৃক সকল পূজামন্ডপ পরিদর্শন শেষে মন্ডপসমূহের সভাপতি/সদস্যদের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হয়েছে বিজিবি পক্ষ হতে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে বিজিবি সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা প্রদান করবে। পাশাপাশি বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সকল ধর্মের মানুষদের মাঝে সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় উৎসব উদযাপনের জন্য আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, এর আগে পূজা মন্ডপের সার্বি নিরাপত্তা ও সমন্বয় সাধনের লক্ষে চলতি সপ্তাহে ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন মণ্ডপের সভাপতি-সম্পাদকসহ স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা করেছে রামগড় ব্যাটালিয়ন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।