খাগড়াছড়ি ও চট্টগ্রামের ১০টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা দিবে বিজিবির রামগড় ব্যাটালিয়ন

খাগড়াছড়ি ও চট্টগ্রামের ১০টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা দিবে বিজিবির রামগড় ব্যাটালিয়ন

খাগড়াছড়ি ও চট্টগ্রামের ১০টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা দিবে বিজিবির রামগড় ব্যাটালিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ১০টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের।

আজ সোমবার (৭ অক্টোবর) সকাল থেকে পূজা পরবর্তী সময় পর্যন্ত রামগড় ও ফটিকছড়ির বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়নের সর্বমোট ১০টি পূজা মন্ডপে এ দায়িত্ব পালন করবে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

জানা গেছে, শারদীয় দূর্গা পূজা-২০২৪ উপলক্ষে পূজা চলাকালীন সময়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

খাগড়াছড়ি ও চট্টগ্রামের ১০টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা দিবে বিজিবির রামগড় ব্যাটালিয়ন

এপ্রেক্ষিতে, রামগড় ব্যাটালিয়ন কর্তৃক সকল পূজামন্ডপ পরিদর্শন শেষে মন্ডপসমূহের সভাপতি/সদস্যদের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হয়েছে বিজিবি পক্ষ হতে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে বিজিবি সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা প্রদান করবে। পাশাপাশি বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সকল ধর্মের মানুষদের মাঝে সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় উৎসব উদযাপনের জন্য আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এর আগে পূজা মন্ডপের সার্বি নিরাপত্তা ও সমন্বয় সাধনের লক্ষে চলতি সপ্তাহে ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন মণ্ডপের সভাপতি-সম্পাদকসহ স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা করেছে রামগড় ব্যাটালিয়ন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।