সীমান্ত এলাকার পূজামণ্ডপ বিজিবির নজরদারিতে থাকবে- রংপুর সেক্টর কমান্ডার
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের সীমান্ত এলাকায় অবস্থিত শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১১টায় ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী পালপাড়া পূজামণ্ডপসহ বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, পূজা চলাকালীন সময়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকার পূজামণ্ডপ বিজিবি টহল দলের নজরদারিতে থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।