কিশোরগঞ্জে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের বাজিতপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছে। সোমবার সকালে দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া মাঝপাড়া গ্রামে অভিযানটি চালানো হয়।

অভিযানে দুটি এয়ারগান ও দুটি রামদা উদ্ধার করা হয়।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফারহানা আফরীনের নির্দেশে সেনাবাহিনীর একটি দল নোয়াপাড়া মাঝপাড়া গ্রামের আনোয়ার হোসেনের পোল্ট্রি ফার্মে অভিযান চালায়। অভিযানের আগেই ফার্মের মালিক পালিয়ে যান। পরে ফার্মে তল্লাশি করে দুটি এয়ারগান ও দুটি রামদা উদ্ধার করা হয়। ফার্মের মালিক আনোয়ার হোসেন ঐ এলাকার মৃত মেন্দু ভূঁইয়ার ছেলে।

এ বিষয়ে ক্যাম্পের অধিনায়ক লে| কর্নেল ফারহানা আফরীন জানান, উদ্ধারকৃত অস্ত্র বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।