এবার কক্সবাজারে উখিয়ায় এনজিও শেড’র কার্যালয়ে বিপুল পরিমাণ দা-ছুরি
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ার মালভিটা এলাকায় শেড এনজিও’র কার্যালয় থেকে দা-ছুরিসহ বিপুল পরিমাণ ধারালো সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করেন উপজেলা ভূমি কমিশনার মো. ফখরুল ইসলাম। স্থানীয়রা জানান, রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য শেডের কার্যালয়ে এগুলো মজুদ রাখা হয়েছে।
ভূমি কমিশনার ফখরুল বলেন, এনজিও কর্মকর্তারা মজুতের নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এগুলো উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে, ১৭শ’ রামদা, ৪শ’ ছোরা, ১১শ’ হাতুড়ি, ১২শ’ করাত, ১২শ’ তার কাটার প্লাস, ২ হাজার ২শ’ বেলচা, রশি ও ইত্যাদি। তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে এগুলো বিতরণের অনুমোদন রয়েছে কিনা তার অনুকূলে নথিপত্র দেখাতে সংস্থাটির সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। দেখাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
শেডের সমন্বয়কারী আবু সরোয়ার বলেন, স্থানীয় হত দরিদ্রদের কৃষি, ক্ষেত-খামার কাজে ব্যবহারের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের পক্ষ থেকে এসব দেয়া হয়েছে।
ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, শেড থেকে যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তা উর্ধ্বতনদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। উদ্ধার করা সরঞ্জামগুলো উপজেলা প্রশাসনের কার্যালয়ে রাখা হয়েছে।