সুনামগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবারসহ যুবক আটক

সুনামগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবারসহ যুবক আটক

সুনামগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবারসহ যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে রিভলবারসহ এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে যুবককে আটক করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম আব্দুল সিদ্দিক (২৪) সে ইদুকোনা গ্রামের বাসিন্দা মো. রুস্তম আলীর ছেলে।

এদিকে যৌথ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর সুনামগঞ্জ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মো. ফয়সাল এবং সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) নায়েব সুবেদার মো. আব্দুল সিদ্দিক।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এই অভিযানে র‌্যাব ও বিজিবি সদস্যরা সম্মিলিতভাবে কাজ করেছেন। অভিযান শেষে আব্দুল সিদ্দিককে রিভলবারসহ আটক করা হয়। বর্তমানে তিনি র‌্যাব-৯, সুনামগঞ্জ এর হেফাজতে রয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।