গ্রান্ড সামার ওপেন র্যাংকিং অনূর্ধ্ব-১৯ জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রথম স্থান সেনাবাহিনীর
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
গত ২৩-২৬ অক্টোবর ২০২৪ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে গ্র্যান্ড সামার ওপেন র্যাংকিং (অনূর্ধ্ব-১৯) ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশের ৭৭টি দলের ২৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার পাঁচটি ক্যাটাগরির সবগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়াবিদগণ প্রথম স্থান অর্জন করেন।

গত ২৬ অক্টোবর ২০২৪ তারিখে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সার্চ কমিটির সভাপতি জোবায়দুর রহমান রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
