মিজোরাম সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী বাহিনীর বিস্ফোরক জব্দ

নিউজ ডেস্ক
ভারতীয় নিরাপত্তা বাহিনী গত বুধবার মিজোরামের ভারত-মিয়ানমার সীমান্তের কাছে সম্ভাব্য মিয়ানমারে জান্তা বিরোধী প্রতিরোধ বাহিনীর জন্য তৈরি বিস্ফোরক অস্ত্রের একটি বড় চালান জব্দ করেছে। বিষয়টির সাথে সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন। -হিন্দুস্তান টাইমস
এক এক্স বার্তায় জানানো হয়, ভারত-মিয়ানমার সীমান্ত পাহারা দেয়া এআর বাহিনী এটি জব্দ করে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
সেরচিপ-থেনজাওল সড়কে “যুদ্ধের মতো দোকান” সহ দুই ব্যক্তিকে ধরা হয়েছে যাদের থেকে ৯ হাজার ৬০০টি জেলটিন স্টিক, ৯ হাজার ৪০০টি ডেটোনেটর এবং ১৮০০ মিটার কর্ডটেক্স রয়েছে বলে বিষয়টির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এক্স-এর একটি পোস্টে সেনাবাহিনী বলেছে যে, বিস্ফোরকগুলির গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের পরে আসাম রাইফেলস এবং মিজোরাম পুলিশ কর্তৃক স্থাপন করা একটি চেক পোস্টে আটকানো একটি গাড়ি থেকে বিস্ফোরকগুলি জব্দ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।