মেহেরপুরে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য আটক

মেহেরপুরে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য আটক

মেহেরপুরে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। আজ রোববার (১৭ নভেম্বর) সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়।

আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের বাসিন্দা। তিনি কাথুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

মেহেরপুর র‍্যাব-১২, সিপিসি- ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ্ জানান, নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাউল ও তিন প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাল উদ্ধার করা হয়েছে।

এ সময় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।